Wednesday 17 December 2014

আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে

বরং -

বর্ম খুলে রাখব তোমার পায়ে,
বা যদি চাও, 
ঈশ্বর ডাকো যাকে।
ঘুণাক্ষরেও বুঝতে দেবো না, জেনো -
ঈশ্বর মানিনা আমি, 
শুধু মানি - আপনাকে।



যা কিছু চাইবে -
ধন, শৌর্য, দাসখত -
উজার করে দেবো তোমার হাতে
যা কিছু আছে
এমনকি, নিজেকেও!
ঈশ্বর যাকে বলো, যদি খুশি হয় তাতে। 


একবাক্যে দিয়ে দেবো সব
ক্ষমতা, ঐশ্বর্য যা যা আছে।
অথবা, অধিকার করে নাও -
তুমি নিজে, বিনা সঙ্কোচে!


পরিবর্তে, কি চাইব তোমার কাছে?
অভয় যদি দাও, 
বলি তাতে -
নিজের যা কিছু হোক,
যেমন হোক,
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে!

No comments:

Post a Comment

Did you like it? Did you not? Please leave a comment...