Friday 20 December 2013

আদিমতায়

মন থেকে আজ ছিঁড়ে যাক মনন
ওষ্ঠ থেকে যত ভাষা
দেহ থেকে খসে পড়ুক আবরণ
বেঁচে থাকা থেকে সরে দাঁড়াক সমাজ
ছাদটা উড়ে চলে যাক
লুপ্ত হোক স্বজনতার ভিড়
আকাশ থেকে নির্বাসনে যাও, তুমি চাঁদ।

আজ,
একবার,
আদিম ভাবে বাঁচব।
 

No comments:

Post a Comment

Did you like it? Did you not? Please leave a comment...